• ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফখরুজ্জামান চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত জানুয়ারি ৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক:
সমাজসেবী ও সংগঠক ছাতক উপজেলার সিংচাপইড় নিবাসী ফখরুজ্জামান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবাদ বাদ যোহর গ্রামের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে তাকে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি সিংচাপইড় গ্রামের মরহুম তমরুজ্জামান চৌধুরীর ছেলে।ফখরুজ্জামান দক্ষিণ ছাতক থানা বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা ছিলেন। এছাড়া তিনি চৌধুরী ফার্মেসির স্বত্তাধিকারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ফখরুজ্জামানের চাচা কাচা মিয়া চৌধুরী একাধিকবার ও চাচাতো ভাই মুর্শেদ আহমদ চৌধুরী বিগত সনে সিংচাপইড় ইউপির চেয়ারম্যান ছিলেন। প্রসঙ্গত, রোববার দুপরে তিনি সিলেট নগরীর বাসায় স্ট্রোক করলে তাৎক্ষনিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদন বিকাল ৩ টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মুকিত রহমানী, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, সিংচাপইড় জামে মসজিদের মোতাওয়াল্লী মাস্টার ফখরুল ইসলাম প্রমুখ।